নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাছেন আলী হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ড. আব্দুল হামিদ এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো, উপজেলার চারুলিয়া মাইজপাড়া গ্রামের পলাতক আসামি মফিজ মিয়া (৪২) ও ধন শরীফ (১৮)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম খান এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সকালে চারুলিয়া গ্রামের কাওয়াডহর খালের পাড়ে হাছেন আলীর ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা। লাঠি ও কুড়াল দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়।
পরে আহত হাছেন আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হত্যার ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে ১১জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ওই বছরের ১৭ মে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় বাকী ৯জনকে বেকসুর খালাস দেন বিজ্ঞ বিচারক।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ