ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে বাস খাদে পড়ে আহত ৬৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
নাটোরে বাস খাদে পড়ে আহত ৬৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে পৃথক দু’টি স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৬৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার ডাকমারা গোরস্থান ও সিংড়া উপজেলার বড় চৌগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, নাটোরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু সামা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে আগমনী পরিবহন নওগাঁ-১৩ নম্বরের যাত্রীবাহী একটি বাস অপর আরেকটি আগমনী পরিবহনকে ওভার টেক করার সময় নাটোর-বগুড়া মহাসড়কের বড় চৌগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৩৫ জন যাত্রী।
 
অপরদিকে, নাটোর সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় রাজশাহী থেকে বগুড়াগামী শ্যামা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৩০ যাত্রী।
 
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ