ঢাকা: প্রতি বছরের মতো এবারও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে কৃতী সন্তানদের হাতে ক্রেস্ট ও সর্টিফিকেট তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় উপস্থিত থাকবেন ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক ও সদস্য সচিব ফেরদাউস মোবারক প্রমুখ।
ডিআরইউ সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেন তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এবার মোট ৩০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
এদের মধ্যে এসএসসির ১৮ জন এবং এইচএসসির ১২ জন। ৩০ জনের প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেটের পাশাপাশি নগদ ৩ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে ডিআরইউ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএম/এএ