বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি ও দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার দাবিতে বগুড়ার শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুসনী সাইফুল বারী ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজিত বসাক, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আব্দুল মান্নান, বেলাল হোসেন, আইয়ুব আলী, শাহজামাল কামাল, আব্দুল আলীম, আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে সাংবাদিক দীপঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানানো হয়।
দীপঙ্কর চক্রবর্তী তার কর্মস্থল বগুড়া থেকে শেরপুর পৌরশহরের স্যানালপাড়াস্থ বাড়ি ফেরার পথে ২০০৪ সালের ২ অক্টোবর গভীর রাতে বাসার সামনে নির্মমভাবে খুন হন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমবিএইচ/আইএ