ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হাইটেক পার্ক ও জাপানের রি-টেম’র সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
হাইটেক পার্ক ও জাপানের রি-টেম’র সমঝোতা স্মারক সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ হাইটেক পার্ক ও জাপানের রি-টেম করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশের হাইটেক পার্কগুলোর পরিকল্পনা উন্নয়ন ও এর সফল বাস্তবায়নের লক্ষে এ সমঝোতা স্মারক সই হয়েছে।



বৃহস্পতিবার (০১ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে এর এমডি হোসনে আরা বেগম এবং জাপানের রি-টেম করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও আকিরা নাকাজিমা সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও রি-টেম করপোরেশন কর্মকর্তারা।

এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় ইতিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক ও যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেবে সরকার।

রি-টেম করপোরেশনের সিইও আকিরা নাকাজিমা বলেন, ইকো ম্যানেজমেন্ট ধারণা নিয়ে ১০০ বছর ধরে কাজ করে যাচ্ছে রি-টেম। আমাদের কার্যক্রমের মধ্যে ই-বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজপ্রযুক্তি উন্নয়ন অন্যতম। এ সমঝোতা স্মারকের ফলে আমরা বাংলাদেশের হাইটেক পার্কগুলোর পরিকল্পনা উন্নয়ন ও এর সফল বাস্তবায়নের লক্ষে একসঙ্গে কাজ করব।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
জেপি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ