ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও ৩ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুল হায়দার এ জেল-জরিমানা করেন।
এরআগে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর ঢালচর থেকে তাদের আটক করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ ও ৪টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর