ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বরগুনায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বরগুনা: ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বরগুনা কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।



বিদ্যালয় প্রধান শিক্ষক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী, বরগুনা সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. আবদুস সালাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. ইউনুস আলী, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ