বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায় প্রাথমিক বিদ্যালয় কাম আধুনিক সাইক্লোন শেল্টার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঘূর্ণিঝড় পরবর্তী পূনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। এতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক।
প্রায় ৬ হাজার বর্গফুট বিশিষ্ট তিন তলা এ ভবনে দুর্যোগের সময় মানুষের পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন জানান, আধুনিক এ সাইক্লোন শেল্টারে দুর্যোগের সময় ১৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। সুপেয় পানি, সৌরবিদ্যুৎ সহ স্যানিটেশনের সুব্যবস্থা রয়েছে।
বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার হিসেবে এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- দুর্যোগের মুহূর্তে আশ্রয়কেন্দ্রে আসা গর্ভবতী নারীদের জন্য পৃথক একটি কক্ষের ব্যবস্থা রয়েছে। এছাড়া ঝড় বা জলোচ্ছ্বাসের সময় তিন শতাধিক গবাদি পশু রাখার ব্যবস্থা রয়েছে এখানে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল হোসেন জামু, ঠিকাদার প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন ঢালী, মল্লিকের বেড় ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল কবির ঝিলাম তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এমজেড