ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

খোঁজ মেলেনি লক্ষ্মীপুরের রফিকুল ইসলামের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
খোঁজ মেলেনি লক্ষ্মীপুরের রফিকুল ইসলামের

লক্ষ্মীপুর: সৌদি আরবের মিনা ট্র্যাজেডির ঘটনায় এখনো খোঁজ মেলেনি লক্ষ্মীপুরের হাজি রফিকুল ইসলামের।

রফিকুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ছফি উল্লাহ হাজি বাড়ির মৃত হাজি নজির আহমদের ছেলে।


 
এদিকে, মিনা দুর্ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে রফিকুল ইসলামের পরিবারের লোকজন ও স্বজনদের।  

রফিকুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, তার পাসপোর্ট নম্বর বি ই ০৫৮২১০২, আইডি নম্বর ০৮৭৪০৯৪ ও মোয়াল্লেম নম্বর ১০০।

নিখোঁজ রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম সায়েম বাংলানিউজকে জানান, মাকাম ইব্রাহিম ট্রাভেলসের মাধ্যমে  তার বাবাসহ তাদের গ্রামের ১২ জন এবার হজ করতে যান। কিন্তু মিনার দুর্ঘটনার পর থেকে তার বাবার আর সন্ধান মিলছে ‍না।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ