ভোলা: ভোলার মনপুরার মেঘনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দাসেরহাট সংলগ্ন মেঘনা নদী থেকে এই দেহ উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বাংলানিউজকে জানান, স্থানীয়রা মেঘনায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে কোথাও মরদেহের মাথা খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, মাথা না থাকায় ওই ব্যক্তির বয়স শনাক্ত করা যাচ্ছেনা। এছাড়া দেহটি কয়েকদিন আগের হওয়ায় তাতে পচনও ধরেছে। ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় মনপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ