ময়মনসিংহ: মুক্তিযুদ্ধকালীন সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডা. খন্দকার গোলাম সাব্বির (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬০) ও হরমুজ আলী (৭৩) নামে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি, নওমহল রোড ও ত্রিশালের ভৌলর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোলাম সাব্বির ও মিন্টুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। তারা মামলার অভিযুক্ত আসামি। বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে এ দুইজনকে।
এদিকে, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ত্রিশালের ভৌলর এলাকা থেকে হরমুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।
হরমুজকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় পুলিশের গাড়ির সঙ্গে একটি টেম্পুর সংষর্ঘে তিনি আহত হন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫, আপডেট ১৮৩৬
আইএ