গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে জাহিদ (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার দড়িসোম গ্রাম সংলগ্ন নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর ওই ঘাটে বাবা লোকমানের সঙ্গে শিশু জাহিদ গোসল করতে যায়। এ সময় নদীতে ডুবে যায় সে। তবে বাবার ধারণা ছিল গোসল শেষে জাহিদ বাড়ি ফিরে গেছে। কিন্তু সে বাড়ি ফিরেনি। এরপর শুরু হয় খোঁজ। তবে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে জাহিদকে নদী থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ