গাজীপুর: গাজীপুর থেকে অপহরণের প্রায় এক মাস পর এক কিশোরীকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোকসেদুল ইসলাম (২১) নামে এক গার্মেন্টস কর্মীকে গ্রেফতার করেছে।
মোকসেদুল ভালুকা থানার টেঙ্গেরচালা গ্রামের নুহ ইসলাম ওরফে মোহন আলীর ছেলে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) অপহৃত কিশোরীকে উদ্ধার ও মোকসেদুলকে আটক করা হয়।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’র (পিবিআই) ইন্সপেক্টর মো. ফজলুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৯ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি বাজার এলাকায় বান্ধবির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ওই কিশোরী। পথে কয়েক যুবক স্থানীয় সিডস্টোর এলাকা থেকে তাকে অপহরণ করে ভালুকা থানার টেঙ্গেরচালা এলাকায় নিয়ে যায়। সেখানে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে মোকসেদুল ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃতের মা বাদী হয়ে মোকসেদুল ইসলামকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গাজীপুর পিবিআই’র একটি দল বৃহস্পতিবার ভালুকার এক বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও মোকসেদুলকে পুলিশ গ্রেফতার করে। মোকসেদুল শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম