ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বেগমগঞ্জে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে মো. শহিদ উল্লা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আটককৃত শহিদ উল্লা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের হাজীপাড়া এলাকার হাজীবাড়ীর তরিক উল্লার ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাতে শহিদ উল্লা চন্দ্রগঞ্জ বাজারের হামিদিয়া হোমিও হলে গিয়ে নিজেকে ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে দোকানের মালিক আকমলের কাছে তার প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চান। আকমল তাকে কাগজপত্র দেখানোর পরও শহিদ তার কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

চাঁদাবাজি ও ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়ায় শহিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ