ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘রুপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা’ স্লোগানে বরিশালে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৫।

এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট  হাউজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সার্কিট হাউজে এসে শেষ হয়।

পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বরিশালের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।