বরিশাল: ‘রুপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা’ স্লোগানে বরিশালে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৫।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বরিশালের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
আরএম