ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
গাজীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর: জেলার কালীগঞ্জের মুনসেবপুর এলাকায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলে বিরুদ্ধে।



শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ধর্ষিতার মা জাকিয়া বেগম বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাব উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে। সকাল ৬টার দিকে ইকবাল তার সঙ্গী বাবুলকে নিয়ে আমাদের বাসায় আসে। এসময় আমার ছোট ছেলে-মেয়েদের টাকা দিয়ে খাবার কিনতে দোকানে পাঠায়।

এ সুযোগে আমার বড় মেয়েকে ধর্ষণ করে তারা। মেয়ে ছোট ভাই-বোনদের নিয়ে থাকে। আমি বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং নিতে গত ১৫ সেপ্টেম্বর গাবতলী যাই। ঈদের ছুটিতে বাসায় এসে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবার ঢাকা চলে যাই।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার (এএসআই) সিরাজ উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার ওই মেয়ের মা জাকিয়া বেগম মামলা করেতে থানায় এসেছে। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।