বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে ১ করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২১ হাজার মিটার অবৈধ জাল ও ৩১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলেদের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ, নৌ-বাহিনী জেলা পুলিশ, নৌ-পুলিশের যৌথ অভিযানে মেহেন্দীগঞ্জের ভাষানচর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ৯ জেলেকে আটক করা হয়। এসময় জাল ও ইলিশমাছও জব্দ করা হয়।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, অভিযানে জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার এস.এম.আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (সদর) মো. জাহাঙ্গির হোসেন, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি