ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজাপুরে সাপের ছোবলে ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
রাজাপুরে সাপের ছোবলে ছাত্রীর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামে সাপের ছোবলে  মাহমুদা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মাহমুদা রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের রাজমিন্ত্রী লাকসু হোসেনের মেয়ে।

রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল বাংলানিউজকে জানান, রান্না ঘরে কাজ করতে গেলে বিষাক্ত সাপ মাহমুদাকে দংশন করে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।