ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অনন্ত জীবনলাভের রহস্য জেনে গেছি

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
অনন্ত জীবনলাভের রহস্য জেনে গেছি ছবি: সংগৃহীত

কে না চায় অনন্ত জীবন? ‘ধনধান্য পুষ্পভরা’ এই সুন্দর বসুন্ধরা ছেড়ে যেতে চায় না কেউ—আমির বা গরিব কেউই না। মানুষ চায় অনন্ত জীবন।

কিন্তু মানুষের পার্থিব জীবন যে বড়ই নশ্বর, ক্ষণস্থায়ী। নশ্বর এই জীবনকে দীর্ঘায়িত করার জন্য, অনন্ত যৌবন লাভের জন্য মানুষ বার্ধক্যকে বিলম্বিত করতে চায়। সেজন্য মানুষের চেষ্টার কোনো কমতি নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতায় আকুতি প্রকাশ করেছিলেন: ‘মরিতে চাহি না আমি এ-সুন্দর ভুবনে/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই...’’

হ্যাঁ, এবার এক রুশ বিজ্ঞানী দাবি করেছেন, অনন্ত জীবন লাভের রহস্যটা তিনি নাকি জেনে ফেলেছেন। রাশিয়ার একটি ইংরেজি পত্রিকা তার এই দাবির ওপর এক প্রতিবেদন করেছে। প্রতিবেদনের শিরোনাম: ‘‘Russian Scientist Claims He Knows The Secret To Eternal Life’’

৫৮ বছর বয়সী রুশ এই বিজ্ঞানীর নাম আনাতোলি ব্রাউচকভ। তাঁর মতে অনন্ত জীবন লাভের মূলমন্ত্রটি নিহিত আছে ৩৫০ কোটি বছর প্রাচীন একটি ব্যাক্টেরিয়ার মধ্যে। তিনি নিজের দেহে এই ব্যাক্টেরিয়া ইনজেক্ট করেছেন। তার মতে, আমাদের জীবনকালেই অনন্ত জীবন লাভের উপায়টি চলে আসবে মানুষের হাতে। আর এই কাজে নিয়ামক হবে প্রাচীন এই ব্যাক্টেরিয়া। কিন্তু আনাতোলি ব্রাউচকভ এই প্রাচীন ব্যাক্টেরিয়ার ব্যাপারে সব গোমড় ফাঁস করতে রাজি নন। অন্য কাউকে তিনি এই ব্যাক্টেরিয়া ইনজেক্ট করতে দেবেনও না। এ-ব্যাপারে তার অবস্থান অনেকটাই স্বার্থপরের। বাংলায় যাকে বলে ‘নিজে বাঁচলে বাপের নাম’---এমনটাই তার মনোভাব।

প্রাচীন এই ব্যাক্টেরিয়াটি তিনি খুঁজে পেয়েছেন সাইবেরিয়ার সাখা প্রজাতন্ত্রে। এটির নাম ব্যাসিলাস এফ (Bacillus F) । এরই মধ্যে এটি নিজে দেহে ইনজেক্ট করার পাশাপাশি ইঁদুর, ফলের পোকা ও গাছপালার ওপর প্রয়োগ করেছেন।

নিজের দেহে এটি প্রয়োগ করার পর তিনি আগের চেয়ে অনেক সুস্থ, চনমনে এবং শক্তিশালী অনুভব করছেন নিজেকে। এটি প্রয়োগের পর থেকে তার শরীরের সব রোগ বালাই উধাও হয়ে গেছে। তিনি গত দুবছরে একটিবারও তিনি ফ্লুতে আক্রান্ত হননি। .

ব্রাউচকভ মস্কোর জিওক্রাইওলোজি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।