বরগুনা: বরগুনার তালতলী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খে মংকে ১৪টি মা ইলিশসহ আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকা সত্বেও মাছ পরিবহনের দায়ে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার(০২ অক্টোবর) সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে তালতলী উপজেলার লাউপাড়া বাজার থেকে স্থানীয় এলাকাবাসী ১৪টি মা ইলিশসহ তাকে আটক করে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী তাকে আটক করে আমাদের কাছে নিয়ে এলে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি স্টেশনে না থাকায় পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আগামীকাল এসে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ