মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বজ্রপাতে জানে আলম (৩০) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পুরা ও মেঘনার চরে এ দু'টি দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে আরো দুই জেলে আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গজারিয়া উপজেলায় দুপুর থেকে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় পৃথক স্থানে মাছ ধরার নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই স্থানে দুই জেলের মৃত্যু হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি এক জেলের মৃত্যুর খবর জানতে পেরেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমজেড