ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে এএসএম ইছা ওরফে লিমন হোসেন (২৪) এবং একই উপজেলার (কাশিয়ানী) পশ্চিম রাতৈল গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৫)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৮৮৮৫) সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ট-১৪-২৩১৩)  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও ২৫ যাত্রী।

আহত ১৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলোদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।