ফরিদপুর: ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম ডি আলমগীর হোসেনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুর ১২টায় কলেজের হলরুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চঞ্চল কুমার বিশ্বাসের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন- প্রয়াত অধ্যক্ষের বড় ভাই সাবেক যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা সিপিবির সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, কলেজ প্রতিষ্ঠাতার বড় ছেলে হাজি আবুল কাশেম দলু মিয়া, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ গোস্বামী, আইন উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলাউদ্দিন মোল্যা, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, আকরাম হোসেন খান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস ছালাম বিশ্বাস প্রমুখ।
এছাড়া শোক সভায় প্রয়াত অধ্যক্ষ প্রফেসর ড. এমডি আলমগীর হোসেনের সহধর্মীনি সেলিনা সুলতানা ও মেয়ে ওমামা বিনতে আলমগীরসহ কলেজের সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর ড. এম ডি আলমগীর হোসেন গত ২৭ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএস