নীলফামারী: সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার বিকেলে ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের অভ্যন্তরে যুক্ত হওয়া ৩১নং ছিটমহল নগর জিগাবাড়িতে জয়নাল আবেদীনের বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেড এ সিদ্দিকী, বিলুপ্ত ছিটমহল বাসীদের নেতা জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
বাংলাদেশের নতুন নাগরিকরা যেন স্বাস্থ্য সেবা বঞ্চিত না হন সেজন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, বাংলাদেশ ভুখণ্ডে যুক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিয়ে আসছেন। আরও সেবা দিতে ঘরে ঘরে কর্মী পাঠানো হচ্ছে।
তিনি জানান, নগর জিগাবাড়িতে প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মতবিনিময় সভার আগে বড় খানকি, খানকি খারিজা, খানকি খারিজা গিতাদল ছিটমহল পরিদর্শন করেন সিভিল সার্জন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/