নেত্রকোনা: বাংলাদেশ কৃষকলীগ নেত্রকোনা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সদর উপজেলা কৃষকলীগে সভাপতি পদে আলতাবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম ফারাসকে নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে, পৌর কৃষকলীগে সভাপতি পদে মো. শাকিল হাসান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরাদ মিয়া।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন- জেলা কৃষক লীগের আহ্বায়ক কেশব রঞ্জন সরকার। সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সেখানে প্রধান বক্তা ছিলেন- নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি জেলা কৃষলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন উদ্দিন আহমেদ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, কৃষকলীগ নেতা তারেক রহমান ও দীপক বনিক প্রমুখ।
তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা কৃষক লীগের আহ্বায়ক কেশব রঞ্জন সরকার।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/