ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে চলছে ইলিশ শিকার ও বিক্রি

‍উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
সারিয়াকান্দিতে চলছে ইলিশ শিকার ও বিক্রি

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে  সরকারি  নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে  জাটকা ও মা ইলিশ শিকার চলছে। এ ইলিশ বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে।



সরকারি ঘোষণা মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই।

ফলে যুমনা নদীর  উপজেলার  কাজলা, বোহাইল, কর্ণিবাড়ী ও চালুয়াবাড়ী ইউনিয়নের  অন্তত  ৪০ কিলোমিটার অংশে চলছে অবাধে ইলিশ শিকার।

তবে এসব এলাকায় জেলেরা দিনে নদীতে না গেলেও  রাতের আধাঁরে নৌকা-জাল দিয়ে নদীতে ইলিশ শিকারে যাচ্ছেন।

শনিবার (৩ অক্টোবর) সরেজমিনে উপজেলার সারিয়াকান্দি  পৌর বাজারে গিয়ে জেলেদের প্রকাশ্যে মা  ইলিশ ও জাটকা বিক্রি করতে দেখা যায়।

এছাড়াও উপজেলার জামথল শাহজালাল বাজার, মানিক দাইড়বাজার মথুরাপাড়া বাজার, দেবডাঙ্গা বাজার, হাসনাপাড়া বাজার, রৌহাদহ বাজার, কড়িতলা বাজার, কুতুবপুর বাজারেও একই চিত্র চোখে পড়ে।

তবে প্রকাশ্যে ইলিশ বিক্রির দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে বাধার মুখে পড়তে হয় জেলে ও বাজারের স্থানীয় লোকজনের।

অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা থাকলেও এ বিষয়ে তেমন নজরদারি নেই স্থানীয় প্রশাসনের। তাই ইলিশ শিকার ‍ও বিক্রি বন্ধ হয়নি।

এ বিষয়ে কাজলা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রশাসনের  কোনো নজরদারি না থাকায় জেলেরা অবাধে নদীতে ইলিশ মাছ শিকার  করছেন।

জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।