ঢাকা: হাফ আখড়াইয়ের পর এবার বৌ-বসন্তি দিয়ে বর্ধমানের নাট্যপ্রেমীদের মন জয় করলো উদীচী।
শনিবার (০৩ অক্টোবর) বর্ধমানের সংস্কৃতি মঞ্চে মঞ্চস্থ হয় বৌ-বসন্তি’র পরিবেশনা।
গঙ্গা-যমুনা নাট্য উৎসবে বাংলাদেশের পরিবেশনার অংশ হিসেবে আয়োজিত এ নাটকে উদীচীর কেন্দ্রীয় নাটক বিভাগের শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন হলভর্তি দর্শক।
নাটক শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আগামী সোমবার (০৫ অক্টোবর) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফের অনুষ্ঠিত হবে বৌ-বসন্তি’র পরিবেশনা।
উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদারের নেতৃত্বে কেন্দ্রীয় নাটক বিভাগের ৩০ সদস্যের একটি দল এ সফরে গিয়েছে। উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম সফরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
** বর্ধমান মাতালো উদীচীর ‘হাফ আখড়াই’
** ‘হাফ আখড়াই’ ও ‘বৌ-বসন্তি’ নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে উদীচী
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আইএ