ঢাকা: ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে রোববার (৪ অক্টোবর) সেদেশে সফরে যাচ্ছেন বাংলাদেশের ১শ প্রতিনিধি।
এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সফরপূর্ব প্রস্তুতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মীম এবং এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পঙ্কজ শরণ বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপনা, মানবিক ও বিজ্ঞানের শিক্ষার্থী, শিল্পী এবং সাংবাদিকতা ক্ষেত্রের ১শ’ তরুণ প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন।
তিনি জানান, ভারত সফরে প্রতিনিধিরা নয়াদিল্লি, আগ্রা, জয়পুর ও কলকাতা ভ্রমণ করবেন। এসময় বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ছাড়াও তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এছাড়া প্রতিনিধিদের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এসএস