ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের আগ্নেয়াস্ত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমপি লিটনের আগ্নেয়াস্ত্র জমা মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এমপি লিটনের নিকট আত্মীয় তারিকুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় নিবন্ধনকৃত আগ্নেয়াস্ত্র দুটি জমা দেন।



সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি রিভলবার ও অপরটি শটগান।

এর আগে শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষে একটি পিস্তল ও একটি শটগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তার বিরুদ্ধে অহেতুক গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে পৌনে ৬টায় এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।