ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক প্রতিরোধ, সামাজিক অবক্ষয় ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ১নং তেজখালী পূর্ব ইউনিয়নের আকানগর গ্রামে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (প্রেস ইউনিট) ম্যানেজার (অর্থ ও হিসাব) গাজী বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ১নং তেজখালী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ১নং তেজখালী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান, ম্যানেজার গাজী আব্দুল মান্নান, ডাক্তার মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. জাকারিয়া, অ্যাডভোকেট আব্দুর রহমান (সেন্টু), বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী বাদল মিয়া, বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, প্রাক্তন চেয়ারম্যান গাজী মদন, ক্যামব্রিয়ান কলেজের প্রফেসর সাফায়াত হোসেন সেলিম, নির্বাহী প্রকৌশলী মো. বদরুল আলম খান, সিঙ্গার-বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিরীক্ষা বিভাগের প্রধান মো. রুবেল মিয়া, প্রাক্তন মেম্বার ডা. গাজী তারিকুল ইসলাম, ফরিদ খাঁ ও ধন মিয়া মেম্বার প্রমুখ।
জয়নগর, ইমামনগর, আকানগর, ঘোটকান্দি, হরিনগর, বাঞ্ছারামপুর, বাহেরচর, তেজখালী, হাশননগর ও জয়কালীপুর গ্রামের প্রায় ৫ সহস্রাধিক মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
গাজী বিল্লাল হোসেন তার বক্তব্যে সমাজ থেকে বিভিন্ন প্রকার মাদক, ইভ টিজিং ও দুর্নীতিসহ নানাবিধ অপকর্মের হাত থেকে বাঁচার জন্য সচেতন নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভা শেষে একটি স্বারকলিপি সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের কাছে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আইএ