ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অভিমানী শিশু আলিমের খোঁজ দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
অভিমানী শিশু আলিমের খোঁজ দিন মো. আলিম

ঢাকা: অভিমান করে বাড়ি ছেড়ে গিয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে বরগুনার বামনা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আলিম।
 
গত ২৩ আগস্ট বাবা মো. বাদল মল্লিক রাগ করে ধমক দিয়ে স্কুলে পাঠালে অভিমান করে নিখোঁজ হয়ে যায় সে।



পারিবারিক সূত্র জানায়, শেষবার বাড়ি ছেড়ে স্কুলে যাওয়ার সময় আলিমের গায়ে ছিল প্রাতিষ্ঠানিক ইউনিফর্ম সাদা শার্ট ও কালো প্যান্ট।

ছেলে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাবা বাদল মল্লিক বামনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৩০, তারিখ ০১/০৯/২০১৫।

ছেলের খোঁজ পেতে হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন বাদল মল্লিক।

তিনি অনুরোধ জানিয়েছেন, অভিমানী আলিমের খোঁজ পাওয়া গেলে তার বামনার চালতাবুনিয়া গ্রামের বাড়িতে যোগাযোগ করতে অথবা তার মামা মো. আফজাল হোসেনের ঢাকার ধানমন্ডির ৯/১ এ সড়কের ৩৬ নং বাড়িতে যোগাযোগ করতে।

প্রয়োজনে সরাসরি আফজালের ০১৭২২৯৮৯৪৬৯ মোবাইল নম্বরেও যোগাযোগ করতে বলেছেন বাদল মল্লিক।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।