হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সুপারি চুরির অভিযোগে শাহজাহান মিয়া (১২) নামে এক শিশুকে দোকান ঘরের আঁড়ার সঙ্গে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে রানীরকোট বাজারে এ ঘটনা ঘটে।
শিশু শাহজাহান মিয়া চুনারুঘাট উপজেলার রাণীরকোট গ্রামের কবির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ইউপি সদস্য শিরন লস্করের বাড়ির গাছ থেকে সুপারি চুরির অভিযোগে শাহজাহানকে আটক করে তার লোকজন। পরে, বাজারের একটি দোকানের আঁড়ার সঙ্গে রশি দিয়ে শাহজাহানের হাত বেঁধে নির্যাতন করা হয়।
খবর পেয়ে আহম্মদাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়ে শাহজাহানকে ছেড়ে দেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল ভূইয়া বাংলানিউজকে বলেন, শিশু শাহজাহানকে আটকে রাখার ঘটনা ঘটেছিল। তবে তাকে নির্যাতন করা হয়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমজেড