পবিত্র ঈদুল আযহার উৎসব-আমেজ শেষ না হতেই দরোজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সপ্তাহ কয়েক পরেই উদযাপিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
![](files/October2015/October04/1_893939674.jpg)
এ উৎসবকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর মৃৎশিল্পীদের যেন দম ফেলার ফুরসত নেই। পুরনো ঢাকার অন্যতম প্রাচীন পূজা মণ্ডপ নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ির শ্রী শ্রী দুর্গা মন্দিরের মৃৎশিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন।
![](files/October2015/October04/2_610648818.jpg)
পুরনো ঢাকার তথা সারাদেশের একজন সুপরিচিত মৃৎশিল্পী বলাই পাল (৪৫)। প্রায় ৩০ বছর ধরেই মূর্তি বানানোর কাজ করে আসছেন।
![](files/October2015/October04/3_927438776.jpg)
নর্থব্রুক হল রোডের এ মণ্ডপে তার নির্দেশনায় ৫/৬ জন শিল্পী দুর্গা প্রতিমা নির্মাণে কাজ করে যাচ্ছেন।
![](files/October2015/October04/4_801097267.jpg)
এই মণ্ডপে তৈরি হচ্ছে নয়টি দুর্গা প্রতিমার সেট, যেগুলো পাশের এলাকা কোতোয়ালী, সুত্রাপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে।
![](files/October2015/October04/5_338586847.jpg)
পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা বলাই পাল জানান, রথযাত্রার পর থেকেই প্রতিমার কাজ শুরু হয়েছে।
![](files/October2015/October04/6_253664730.jpg)
বলাই পালদের নর্থব্রুক হল রোডের মণ্ডপের পাশেই বাংলাবাজারের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুর মন্দিরেও (বোবা স্কুল) চলছে পূজাপূর্ব কর্মযজ্ঞ। এই মণ্ডপের প্রধান কারিগর দীলিপ পাল। সেখানে কাজ চলছে চারটি প্রতিমার। এর তিনটিই চলে যাবে দেশের বিভিন্ন স্থানে।
![](files/October2015/October04/7_683783498.jpg)
অক্টোবরের তৃতীয় সপ্তাহে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচএ