ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মামা-ভাগনে গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কক্সবাজারে মামা-ভাগনে গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরের মালিকানা নিয়ে মামা ও ভাগনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে কফিল উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।



মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে আটক করেছে।

আহতরা হলেন, নিহতের ছোট ভাই বাপ্পি ( ২২), একই এলাকার মৃত জিন্নাত আলির ৩ ছেলে বাবুল (৫৫), আজম খান ( ৪৫) ও জয়নাল ( ৪০), জয়নালের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও তাদের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জয়নাব বেগম,  একই এলাকার শাহি জামানের স্ত্রী মিনা (২৭) ও মেয়ে নিলুফা, রুস্তম আলির ছেলে মকছুদ, এবং শাহাবুদ্দিনের ছেলে মোর্শেদ (১৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার আজম খান ও তার ভাগনে কায়সারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে কায়সার তার লোকজন নিয়ে মামা আজম খানের লোকজনের ওপর হামলা করেন। এতে ২ পক্ষের সংঘর্ষে কফিল উদ্দিন নিহত হন। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে।

চকরিয়ার এএসপি (সার্কেল) মাসুদ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর দলবল নিয়ে পালিয়ে যাওয়ার সময় কায়সারসহ ৮ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫/আপডেট: ১৪৩৭ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।