ঢাকা: চলচ্চিত্রের উন্নয়নে যৌথ উদ্যোগ হিসেবে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত। এ টাস্কফোর্স চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও বিনিয়োগ বিষয়ে নীতিমালা তৈরি এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে কাজ করবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। বাংলাদেশ সফররত ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ছাড়াও ভারতের প্রতিনিধি দলে চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাট, রমেশ সিপ্পি, অবতার পানসর, শিবাসিশ সরকার, কুলমীত মাক্কার ও লীনা জয়সানি উপস্থিত ছিলেন।
তোফায়েল বলেন, যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। দেশের প্রযোজকদের সঙ্গেও আলোচনা হবে। এ দ্বি-পাক্ষিক আলোচনায় আমরা একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রতিনিধিরা চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন, বিনিয়োগে যৌথভাবে কাজ করতে পারে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমরা আশা করছি, বাংলাদেশের চলচ্চিত্রে আবারও রমরমা অবস্থা ফিরে আসবে। দক্ষতার দিক থেকে কিছুটা পিছিয়ে আছি আমরা। তাই প্রশিক্ষণের জন্য বিভিন্ন মাধ্যম খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, আমরা এ প্রতিনিধিদলের সঙ্গে বলেছি, ভারত বা বাংলাদেশের মার্কেট বলে নয়, এটি বিশ্বের মার্কেট নিয়ে আলোচনা। সারাবিশ্বের ৩৫ কোটি বাংলাভাষী মানুষের বাজারটিকে চাঙ্গা করতে নতুন মাত্রা দরকার। এক্ষেত্রে ভারত কিভাবে সহযোগিতা করে, সেটি দেখা দরকার।
ইনু আরও বলেন, আমরা যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। দ্বি-পাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে এখানে। চলচ্চিত্রের মানোন্নয়ন ও কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এই প্রথম সর্বভারতীয় একটি প্রতিনিধি দল এসেছে। আগামীকাল তারা চলে যাচ্ছেন। তাদের সঙ্গে আমাদের একাধিক বৈঠক হয়েছে।
ভারতের মুকেশ ভাট ও রমেশ সিপ্পি বলেন, বাংলাদেশ ও ভারতের ইন্ডাস্ট্রি যেন একসঙ্গে কাজ করতে পারে, সে লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তটি হয়েছে। আমরা আশা করছি, এতে দুই দেশই লাভবান হবে ও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।
ভারতে বাংলাদেশি চ্যানেল প্রদর্শনে আইনি বাধা প্রসঙ্গ:
ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখানোর ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, টাস্কফোর্সের সিদ্ধান্ত ও চ্যানেল প্রদর্শন বিষয় দু’টি এক নয়। তবে প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়েও আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, এ বিষয়ে তাদের একটি আইনি বাধা আছে।
একই প্রশ্নের জবাবে ইনু বলেন, তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা বিষয়টি জেনে যাচ্ছেন, সেখানে গিয়ে জানাবেন, ব্যবস্থা নেওয়া যায় কিনা দেখবেন। এছাড়া আমরা এ বিষয়ে সে দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। আবারও বসবো, আলোচনা করবো।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসকেএস/আরএম