ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মতলবে সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মতলবে সম্পত্তি দখলের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হাইকোর্টের রায় অমান্য করে চাঁদপুরের মতলবে একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও সেখানে অবৈধভাবে বহুতল ভবন তৈরির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী ডা. মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে।  
 
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সম্পত্তির মালিক শক্তিপদ বণিক।

 
 
চাঁদপুর জেলার মতলব দক্ষিণের পৌরসভা এলাকায় শক্তিপদ বণিকের পৈত্রিক সম্পত্তি নিয়ে ৪৭ বছর ধরে কোর্টে মামলা চলছে। হাইকোর্ট মামলার রায় জমির প্রকৃত মালিকের পক্ষে দিলেও ওই রায়কে উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী ডা. মনিরুজ্জামান জমি দখল করে নেন।
 
ভুক্তভোগী শক্তিপদ বণিক বলেন, মনিরুজ্জামান ব্যাপক প্রভাবশালী হওয়ায় আমরা ও এলাকাবাসী তার সঙ্গে পেরে উঠছি না। তিনি সন্ত্রাসী ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে দখলকৃত জমির ওপর নির্মাণ করছেন বহুতল ভবন।
 
শক্তিপদ আরও বলেন, জমির দখলদার মনিরুজ্জামানের বাবা নুরুজ্জামান সরকার প্রথমে তার স্ত্রীর বড় ভাই সাইদুর রহমানের নামে একটি জাল দলিল দেখিয়ে জমি দখলে নিতে মামলা করেন। তবে ২০১৩ সালের ১৭ ফ্রেব্রুয়ারি কোর্ট জমির প্রকৃত মালিকের পক্ষে রায় দেন।
 
এরপর কৌশলে ডা. মনিরুজ্জামান তার স্ত্রী জাহানারা বেগমের নামে হেবা দলিল করে দখলে নেওয়ার চেষ্টা করেন। সেই যাত্রায়ও ব্যর্থ হলে এবার চলতি বছরের ০১ আগস্ট জোরপূর্বক জমিটি নিজের নামে জাল হেবা দলিল করে সেখানে এখন ২০ তলা বহুতল ভবণ নির্মাণ করছেন।
 
তিনি আরও অভিযোগ করে বলেন, বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার, মতলব থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রকে জানানো হলেও তারা বিষয়টি আমলে নেননি।
 
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী শক্তিপদ বণিকের ছেলে দীলিপ বণিক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।