ঝিনাইদহ: ঝিনাইদহে ‘মানবপাচার: সচেতনতা ও প্রতিরোধে মানবাধিকার কর্মীর করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় ঝিনাইদহ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ওয়েলফেয়ার এফোর্টসের আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসকের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার।
বক্তারা মানবপাচার রোধে মানবাধিকার কর্মীদের বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর