ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আতাইকুলায় বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

পাবনা: পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫৫) ও মজুন মিয়া (৪০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম রসুল বাংলানিউজকে জানান, আতাইকুলা থানার  ভুলবাড়িয়া ইউনিয়নের দেবোত্তর গ্রামের আব্দুস সাত্তারের গাছ কাটছিলেন দুই শ্রমিক মোহাম্মদ ও মজনু। গাছ কাটার এক পর্যায়ে মাটি খুঁড়তে গেলে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুই শ্রমিককে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কি কারণে সেখানে বোমা পুঁতে রেখেছিল তা জানা যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।