ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবদল সভাপতি সিপার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বগুড়ায় যুবদল সভাপতি সিপার গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলা শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।



জেলা বিএনপির প্রচার সম্পাদক ও বগুড়া পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপারের বিরুদ্ধে নাশকতার ঘটনায় ১৫টি মামলা রয়েছে বলে জানা পুলিশ।

বগুড়া জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সিপারের বিরুদ্ধে ১৫টি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।