ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই ইটভাটার এক লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গাজীপুরে দুই ইটভাটার এক লাখ টাকা জরিমানা ছবি: প্রতীকী

গাজীপুর: জেলার কালীগঞ্জ উপজেলায় দু’টি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও ও মুলগাঁও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।



নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বাংলানিউজকে জানান, বালিগাঁও ও মুলগাঁও এলাকায় ওই দু’টি ইটভাটার কর্তৃপক্ষ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ট্রেডলাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে বালিগাঁওয়ের মেসার্স ফারুক ট্রেডাসকে ৫০ হাজার টাকা ও মুলগাঁওয়ের আর.সি.জি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।