গাজীপুর: জেলার কালীগঞ্জ উপজেলায় দু’টি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও ও মুলগাঁও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বাংলানিউজকে জানান, বালিগাঁও ও মুলগাঁও এলাকায় ওই দু’টি ইটভাটার কর্তৃপক্ষ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ট্রেডলাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে বালিগাঁওয়ের মেসার্স ফারুক ট্রেডাসকে ৫০ হাজার টাকা ও মুলগাঁওয়ের আর.সি.জি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএইচ