ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, হেলপার নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকটির হেলপার নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন (৩২) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।


 
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মালবাহী ট্রাকের হেলপার হয়ে ফারুক হোসেন শেরপুরের উদ্দেশে আসছিলেন। ধনকুন্ডি পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান।

বেলা সাড়ে ৩টা পর্যন্ত শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) করম আলী বাংলানিউজকে সড়ক দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করতে পারেননি। তবে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার কথা শুনেছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।