খুলনা: রূপসা নদীতে দশম খুলনা বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
গ্রামীণফোনের সহায়তায় খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) খুলনার স্থানীয় জিয়া মিলনায়তনে আয়োজক ও নৌকা বাইচে অংশগ্রহণ করতে আগ্রহী মাঝি ও দল নেতাদের সঙ্গে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদ।
নৌকা বাইচ প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. জাকির।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমআরএম/টিআই