ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

লিয়াকতের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ৯ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
লিয়াকতের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ৯ নভেম্বর

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুড়াকরি ইউপি চেয়ারম্যান পলাতক লিয়াকত আলীর বিরুদ্ধে আগামী ৯ নভেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  

মঙ্গলবার (০৬ অক্টোবর) প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।



তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে সময়ের আবেদনের শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কৃষ্ণমোহন রায়ের ছেলে হরিদাশ রায় ২০১০ সালের ৪ মার্চ লিয়াকতকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনি লিয়াকত আলীর নেতৃত্বে ওই গ্রামে ১৯৭১ সালে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন, হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই গ্রামে তাণ্ডব চালায় লিয়াকত ও তার বাহিনী।

পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঠানো হলে তদন্ত করছেন তদন্তকারী কর্মকর্তা মো. নূর হোসেন। তদন্তকালে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত শেষে লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তা।

গত ৫ মে ট্রাইব্যুনালে লিয়াকত আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউশন। এরপর থেকেই লিয়াকত আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে গোপনে দেশত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমএইচপি/এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।