ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শপাড়ার সোহাগ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে বিভিন্ন ত্রুটির কারণে অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা শহরের নিউ অ্যাপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) রাতে ঝালকাঠির সিভিল সার্জন ডা. আব্দুর রহিম এ নির্দেশ দেন।
সিভিল সার্জন স্বাক্ষরিত নির্দেশপত্রে বলা হয়, গত ৪ অক্টোবর সকালে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরেজমিনে সোহাগ ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকের অ্যানেসথেসিয়া মেশিন বিকল, অপারেশন কক্ষ মানসম্মত নয় ও চিকিৎসক না থাকার বিষয় উল্লেখ করে প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
একই প্রতিবেদনে নিউ অ্যাপোলো হাসপাতালের লাইসেন্স না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। এতে হাসপাতালটির সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর