ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাউক গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের দক্ষিণ পাড়ার জজ মিয়া ও পুলিশ মিয়ার লোকজনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহতদের সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জজ মিয়া (৫৮), বাহার মিয়া (২১), ইলিয়াছ মিয়া (২৬), আলী রাজা (৩০), মোর্শেদ মিয়া (৪৩), খোকন মিয়া (২৫), ও রোকন মিয়া (১৯)।
এছাড়া আহত ১৪ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ও অপর পক্ষের ১২ জনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, সংঘর্ষের খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এ পযর্ন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ