নাটোর: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাটোরে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার(৬ অক্টোবর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নাটোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপশি উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মশিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র এমদাদুল হক আল মামুনসহ জনপ্রতিনিধি ও সরকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নাটোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বিদেশি নাগরিকদের নিরাপত্তাসহ নজরদারি আরও বাড়ানোর তাগিদ দেন বিভাগীয় কমিশনার।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি