ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
নাটোরে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নাটোর: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাটোরে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার(৬ অক্টোবর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নাটোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপশি উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।



সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মশিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র এমদাদুল হক আল মামুনসহ জনপ্রতিনিধি ও সরকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নাটোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বিদেশি নাগরিকদের নিরাপত্তাসহ নজরদারি আরও বাড়ানোর তাগিদ দেন বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।