ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আশুলিয়ায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার হাজি আব্দুল গফুর মিয়া

সাভার (ঢাকা): বিএনপি-জামায়াতের আন্দোলনে নাশকতা ও গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় সাভারের আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল গফুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইনভেস্টর ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।



জানা যায়, চলতি বছর বিএনপি-জামায়াতের আন্দোলনে নাশকতা ও গাড়িতে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যাসহ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদীর বলেন, আটক বিএনপি নেতাকে তাৎক্ষনিক আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।