ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রূপগঞ্জে শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকা থেকে মিজানুর রহমান (৩৮) নামে এক শিক্ষককে অপহরণ করা হয়েছে। পরে তার পরিবারের কাছে ৪৫ হাজার ‍টাকা মুক্তিপণ দাবি করা হয়।



মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকার এশিয়ান হাইয়ে সড়ক থেকে মিজানুর রহমানকে অপহরণ করে দুর্বত্তরা।

মিজানুর রহমান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নটাকুড়ী এলাকার নোয়াব আলীর ছেলে। তিনি কাঞ্চন পৌরসভার আশরাফ ঝুট মিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।  

অপহৃত স্কুল শিক্ষকের স্ত্রী মাজেদা বেগম জানান, মিজানুর রহমান প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে যান। সকাল ৬টার দিকে চাঁন টেক্সটাইল এলাকায় কয়েকজন লোক তাকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিকেলে মোবাইল ফোনে অপহরণকারীরা ৪৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা দেওয়া না হলে মিজানুরকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত-ওসি) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে বলেন, ওই শিক্ষককে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।