ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক হত্যা

বিএনপি নেতাসহ ২ জনের ১০ দিনের রিমান্ড

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বিএনপি নেতাসহ ২ জনের ১০ দিনের রিমান্ড হোসে কোনিও

রংপুর: জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লব এবং কোনিওর ব্যবসায়িক অংশীদার হীরাকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন ‍আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এরআগে আটক বিপ্লব ও হীরাকে হোসে কোনিও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার বাদী ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ময়নাতদন্ত শেষে হোসে কোনিরও মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে। যেকোনো সময় ঢাকায় পাঠাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর

** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪
** জাপানি নাগরিক হত্যায় তদন্ত কমিটি গঠন
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।