ঢাকা: গ্রিন স্টার সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী এবং বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গৃহীত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী এবং যুগোপযোগী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন ড. হাছান মাহমুদ।
সোমবার (৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টন্যারন্যাশনালের সাধারণ অধিবেশনে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
জেডএম